ফ্রান্সে নবী (সা.) অবমাননার বিরুদ্ধে জোড্ডা পশ্চিম ইউনিয়ন মান্দ্রা বাজার সর্বস্তরের জনগণের মানব বন্ধন ।

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রর্দশনের প্রতিবাদে ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন সহ বিভিন্ন দাবীতে মান্দ্রা বাজার সর্বস্তরের জনগন মানব বন্ধন করেন ।
গত সোমবার জোড্ডা পশ্চিম ইউনিয়ন সর্বস্তরের জনগণ ও সামাজিক সংগঠনের উদ্যেগে এই আয়োজন করা হয়।
এতে সকল মুসল্লিরা আছর নামাজ শেষে যোগদেন মানব বন্ধনে।
এতে বক্তব্য রাখেন জোড্ডা পশ্চিম ইউনিয়নে
সর্বস্তরের নেতৃবৃন্দ।
বক্তরা বলেন, ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশ পাহারায় হযরত মুহাম্মদ (স:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে মুসলিম উম্মাহর কলিজায় আঘাত করেছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রো ব্যঙ্গচিত্র প্রকাশ করে মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচয় দিয়েছে। তাকে অবিলম্বে ব্যঙ্গচিত্র প্রত্যাহার করে মুসলমানদের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে।
- বক্তরা আরো বলেন, ফ্রান্স সরকার ধৃষ্টতাপূর্ণ ব্যঙ্গচিত্র প্রচারনা বন্ধ না করায় সারা বিশ্বে প্রতিবাদের দাবানল ছড়িয়ে পড়েছে এবং নবীর প্রেমিকরা ফ্রান্সের সকল পন্য বর্জন করতে শুরু করছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে সকল মুসলিমদেরকে ফ্রান্সের পণ্য বর্জন করার আহবান জানান এবং বিশ্বশান্তির দূত হযরত মহানবী (স:)- এর অবমাননা বন্ধে ফ্রান্সের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাড়ানোর জন্য বাংলাদেশের সকল মুসলিম জনতাকে আহবান জানান।
Amader Nangalkot'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। আমাদের নাঙ্গলকোট পত্রিকা তথ্য মন্ত্রনালয়ের তালিকাভক্তি নং- ১০৫।
- Copyright © Amader Nangalkot All Rights Reserved-2010-2019.
- সম্পাদক বাপ্পি মজুমদার ইউনুস কর্তৃক প্লট নং-২২১/১৬, ব্লক-বি, কুমিল্লা-৩৫০০ থেকে প্রকাশিত।
- সম্পাদক ও প্রকাশক:- বাপ্পি মজুমদার ইউনুস
- নির্বাহী সম্পাদক:- ফারুক আল শারাহ্
- বার্তা সম্পাদক:- খন্দকার আলমগীর হোসাইন
- ব্যবস্থপনা সম্পাদক:- ইঞ্জিনিয়ার মেহেদী মিলন
- উপ- সম্পাদক:- আজিম উল্লাহ হানিফ
- উপ-সম্পাদক- মুকুল মজুমদার
- সাহিত্য সম্পাদক- মো: তাজুল ইসলাম
- আইন উপদেষ্টা
- ব্যারিস্টার মিয়া মোহাম্মদ কামরুজ্জামান- সুপ্রিম কোর্ট
- এ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া- জজ কোর্ট- কুমিল্লা
- এ্যাডভোকেট মোস্তফা জামান জসিম- জজ কোর্ট- কুমিল্লা
- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
- নিউজ রুম- 01930 10 62 63
- ই-মেইল- dailyamadernangalkot@gmail.com

পাঠকের মন্তব্য: