চাঁদাবাজির মামলা থেকে রনিসহ ছাত্রলীগের ৭ নেতাকে অব্যাহতি

ডেস্ক রিপোর্ট:-
চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে মারধর ও চাঁদাবাজির মামলা থেকে মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিসহ সাত ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত এই আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী জানান, ২০১৮ সালে বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খান সাত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা করেন। পুলিশ তদন্ত করে চাঁদাবাজির প্রমাণ না পেলেও মারধর করার প্রমাণ পাওয়া গেছে বলে আদালতে চার্জশিট দাখিল করেন। বৃহস্পতিবার শুনানি শেষে আদালত ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারায় আসামিদের মামলার দায় থেকে অব্যাহতি দেন।
মামলায় রনি ছাড়া অপর আসামিরা হলেন- ছাত্রলীগ নেতা মুজবির রহমান রাসেল, তানভীরে মেহেদী মাসুদ, নেওয়াজ শরীফ অমি, আরিফুর রহমান মাসুদ, আবদুর রায়হান কিরণ ও নুরুল হুদা মিঠু।
২০১৮ সালে বিজ্ঞান কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের পাঁচ হাজার টাকা উন্নয়ন ফি ধরে কলেজ কর্তৃপক্ষ। ফি না দেওয়ায় শিক্ষার্থীদের প্রবেশপত্র আটকে রাখায় কলেজের সামনে অবস্থান নেন অভিভাবক ও শিক্ষার্থীরা। তাদের সামনেই সড়কে হাতবোমা বিস্ফোরণ ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ২০১৮ সালের ৩১ মার্চের ওই ঘটনার পর রাতে নগরীর চকবাজার থানায় বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন রনি। এরপর ৪ এপ্রিল রাতে চকবাজার থানায় রনিসহ সাত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকার চাঁদা দাবির অভিযোগে মামলা করেন জাহেদ খান। এই মামলায় কারাগারেও যেতে হয় নুরুল আজিম রনিকে।
Amader Nangalkot'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। আমাদের নাঙ্গলকোট পত্রিকা তথ্য মন্ত্রনালয়ের তালিকাভক্তি নং- ১০৫।
- Copyright © Amader Nangalkot All Rights Reserved-2010-2019.
- সম্পাদক বাপ্পি মজুমদার ইউনুস কর্তৃক প্লট নং-২২১/১৬, ব্লক-বি, কুমিল্লা-৩৫০০ থেকে প্রকাশিত।
- সম্পাদক ও প্রকাশক:- বাপ্পি মজুমদার ইউনুস
- নির্বাহী সম্পাদক:- ফারুক আল শারাহ্
- বার্তা সম্পাদক:- খন্দকার আলমগীর হোসাইন
- ব্যবস্থপনা সম্পাদক:- ইঞ্জিনিয়ার মেহেদী মিলন
- উপ- সম্পাদক:- আজিম উল্লাহ হানিফ
- উপ-সম্পাদক- মুকুল মজুমদার
- সাহিত্য সম্পাদক- মো: তাজুল ইসলাম
- আইন উপদেষ্টা
- ব্যারিস্টার মিয়া মোহাম্মদ কামরুজ্জামান- সুপ্রিম কোর্ট
- এ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া- জজ কোর্ট- কুমিল্লা
- এ্যাডভোকেট মোস্তফা জামান জসিম- জজ কোর্ট- কুমিল্লা
- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
- নিউজ রুম- 01930 10 62 63
- ই-মেইল- dailyamadernangalkot@gmail.com

পাঠকের মন্তব্য: