ফেসবুকে অপপ্রচারের জিডি করায়, কুমিল্লায় যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

নিজস্ব প্রতিবেদক:-
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বাঙ্গড্ডা ইউনিয়ন যুবলীগের আহবায়ক আসন্ন বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করুচিপূর্ণ স্টেটাস দিয়ে অপপ্রচার করে, থানায় জিডি করার পর ইলিয়াছ মজুমদার বাবুল নামের এক ব্যাক্তি আদালতে চাঁদাবাজির মামলা করেছে।এ ঘটনায় ক্ষুব্ধ বাঙ্গড্ডা ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেত্ববৃন্দু।
ইলিয়াছ মজুমদার বাবুল বাঙ্গড্ডা গ্রামের মধ্যপাড়ার আব্দুল মতিনের ছেলে।
যুবলীগ নেতা সাইফুল ইসলাম বলেন,ইলিয়াছ ও তার ভাই দুলালের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে।আমি ইউপি চেয়ারম্যান ও স্হানীয় গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে বসি,এর আগে ইলিয়াছ আদালতে একটি মামলা করেন,এ কারণে মিমাংসা হয়নি।২০ নভেম্বর তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে আমার বিরুদ্ধে পোস্ট দেয় আমি ২১ নভেম্বর নাঙ্গলকোট থানায় একটি জিডি করি যার নং-৭৮৯,২৪ নভেম্বর আমার বিরুদ্ধে কুমিল্লার আদালতে একটি চাঁদাবাজির মামলা করে।আমি আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবো তাই একটি স্বার্থান্বেষী মহলের ইন্দনে ইলিয়াছকে ব্যবহার করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন।
এ বিষয় বাঙ্গড্ডা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ মজুমদার বলেন,ইলিয়াছ মজুমদার আওয়ামীলীগের কেউনা,নির্বাচন আসলে একটা পক্ষ সাইফুলের বিরুদ্ধে অপপ্রচার চালায় এর আগেও এ ধরনের অপপ্রচার চালিয়েছেন।
বাঙ্গড্ডা ইউপি যুবলীগের যুগ্ম আহবায়ক দীলিপ মজুমদার বলেন,ইলিয়াছ যুবলীগের কেউ না সে বিদেশে থাকে বিভিন্ন ফেক আইডি ব্যবহার করে সরকার দলিয় নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সরকারের সুনাম ক্ষুন্ন করতেছে।
এবিষয়ে রোববার (২৯ নভেম্বর) দুপুরে
বাঙ্গড্ডা ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান মজুমদার বলেন,ইলিয়াছ মজুমদার ও তার ভাই দুলালের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে আমি সাইফুল ও স্হানীয় গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে বসি,এর আগে ইলিয়াছ আদালতে একটি মামলা করেন,এ কারণে মিমাংসা হয়নাই। আমরা সবাই আপোষ মিমাংসার চেষ্টা করছিলাম ইলিয়াছের কারণে মিমাংসা হয়নি। আর সাইফুলের বিরুদ্ধে ইলিয়াছ যে চাঁদাবাজির মামলা করেছে এটা ভিত্তিহীন।
অভিযুক্ত ইলিয়াছ মজুমদার বাবুলের মুঠোফোনে ফোন করলে সে বক্তব্য না দিয়ে ইউপি সদস্য খোরশেদ আলমকে ফোন ধরিয়ে দেয়।তিনি বলেন এসে দেখা করেন।
Amader Nangalkot'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। আমাদের নাঙ্গলকোট পত্রিকা তথ্য মন্ত্রনালয়ের তালিকাভক্তি নং- ১০৫।
- Copyright © Amader Nangalkot All Rights Reserved-2010-2019.
- সম্পাদক বাপ্পি মজুমদার ইউনুস কর্তৃক প্লট নং-২২১/১৬, ব্লক-বি, কুমিল্লা-৩৫০০ থেকে প্রকাশিত।
- সম্পাদক ও প্রকাশক:- বাপ্পি মজুমদার ইউনুস
- নির্বাহী সম্পাদক:- ফারুক আল শারাহ্
- বার্তা সম্পাদক:- খন্দকার আলমগীর হোসাইন
- ব্যবস্থপনা সম্পাদক:- ইঞ্জিনিয়ার মেহেদী মিলন
- উপ- সম্পাদক:- আজিম উল্লাহ হানিফ
- উপ-সম্পাদক- মুকুল মজুমদার
- সাহিত্য সম্পাদক- মো: তাজুল ইসলাম
- আইন উপদেষ্টা
- ব্যারিস্টার মিয়া মোহাম্মদ কামরুজ্জামান- সুপ্রিম কোর্ট
- এ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া- জজ কোর্ট- কুমিল্লা
- এ্যাডভোকেট মোস্তফা জামান জসিম- জজ কোর্ট- কুমিল্লা
- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
- নিউজ রুম- 01930 10 62 63
- ই-মেইল- dailyamadernangalkot@gmail.com

পাঠকের মন্তব্য: