মানিকছড়িতে নিখোঁজের ৫ দিনেও মিলেনি রুপালি মারমা

মানিকছড়ি উপজেলার ২ নং বাটনাতলী ইউনিয়নের অন্তর্গত নামার পাড়া এলাকা থেকে রুপালি মারমা( ১৬) নামের এক তরুনী নিখোঁজের চারদিন পর ও তার সন্ধান মিলেনি।নিখোঁজ তরুনী নামার পাড়ার এলাকার রিপ্রুচাই মারমা মেয়ে।
নিঁখোজের পিতা রিপ্রুচাই মারমা জানায়,সে গত শনিবার সকালে বাড়ি থেকে কাজে বের হয় এবং তার স্ত্রী বৌদ্ধ বিহারে চলে যায়। দুপুরে দুজনে বাড়ি ফিরে দেখে তাদের মেয়ে রুপালি মারমা বাড়িতে নেই। খোঁজা খোঁজির এক পর্যায়ে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারে সে তার নানার বাড়িতে গিয়েছে। সেখানে খোঁজ নিয়ে জানা যায় সে নানার বাড়িতে আসেনি। নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের লোকজন তাদের আত্বীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন স্হানে অনেক খোঁজা- খোঁজির পরও কোন সন্ধান পায়নি। তাদের ধারনা নানার বাড়ী যাওয়ার পথে সে নিখোঁজ হয়।
পরের দিন গত রবিবার জানুয়ারি মানিকছড়ি থানায় একটি সাধারণ ডায়েরী( ডায়রী) নং১০৯ করেন।
মানিকছড়ি থানার ওসি আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটি উদ্ধারে কাজ করেছে পুলিশ।
Amader Nangalkot'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। আমাদের নাঙ্গলকোট পত্রিকা তথ্য মন্ত্রনালয়ের তালিকাভক্তি নং- ১০৫।
- Copyright © Amader Nangalkot All Rights Reserved-2010-2019.
- সম্পাদক বাপ্পি মজুমদার ইউনুস কর্তৃক প্লট নং-২২১/১৬, ব্লক-বি, কুমিল্লা-৩৫০০ থেকে প্রকাশিত।
- সম্পাদক ও প্রকাশক:- বাপ্পি মজুমদার ইউনুস
- নির্বাহী সম্পাদক:- ফারুক আল শারাহ্
- বার্তা সম্পাদক:- খন্দকার আলমগীর হোসাইন
- ব্যবস্থপনা সম্পাদক:- ইঞ্জিনিয়ার মেহেদী মিলন
- উপ- সম্পাদক:- আজিম উল্লাহ হানিফ
- উপ-সম্পাদক- মুকুল মজুমদার
- সাহিত্য সম্পাদক- মো: তাজুল ইসলাম
- আইন উপদেষ্টা
- ব্যারিস্টার মিয়া মোহাম্মদ কামরুজ্জামান- সুপ্রিম কোর্ট
- এ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া- জজ কোর্ট- কুমিল্লা
- এ্যাডভোকেট মোস্তফা জামান জসিম- জজ কোর্ট- কুমিল্লা
- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
- নিউজ রুম- 01930 10 62 63
- ই-মেইল- dailyamadernangalkot@gmail.com

পাঠকের মন্তব্য: