“আমার বাবা” ____মোঃ ফাহিম

বাবা, আমি জানি তুমি আমার লেখা কথা গুলো দেখছো না। কিন্তু, জীবনে চলার পথে, মাএ এলাম , এতো অল্প সময় মধ্যে বাবা তোমার গুরুত্ব এত বেশি আমি সামানো আনুমান ও করতে পারি নি।
গত ১৮ বছর, কিন্তু ১৯ বছর বয়সে পা রাখার সাথে সাথে হাই স্কুল চেড়ে যখন কলেজ লাইফ মাএ এলাম, ঘর চেড়ে নতুন দুনিয়া চিনতে শহর জীবনে। তখন বুঝলাম দুনিয়া কেমন হতে পারে একটু অনুমান করলাম।
তখনি বুঝলাম আমার বাবা অবদান আমার জীবনে কতটুকু।। আজ নিজে কে বড় অপরাদি মনে হয়। বাবা আমাদের জন্য তুমি কত কিছু না কর। আমি তোমার জন্য কি করলাম ? বাবা শব্দ কষ্ট আর ধার্য এই দুইটি ধারা আবদ। আর এই কষ্ট আর ধার্য পরিমাণ করা যায় না। আমি তো বাবা কে খুশি জন্য কোনো কাজ ই করি নি আর বাবা নিসার্থ মতো বিদেশের মাটিতে কাটিঁয়ে দিয়েছেন বছর পর বছর।
আজ এক বারআমি জন্য বাবার কষ্ট অনুভব করতে চাইলে। আমার চোখে জলের বাদ মানে না। নিরলে নদীর মতো চোখের জল বয়ে যায়।
বাবা তুমি কত না কষ্ট করো কিন্তু কাউকে সামানো পরিমাণ বুঝতে দেওনা। তুমি কি কষ্ট পাওনা ? এত তেগ দিয়ে নিজে কে সবার থেকে আলাদা রেখে। সবার মুখে হাসিঁ ফুটাতে,!!
বাবা তোমার মতো এমন মানুষ হয় না,, যে মানুষ একটি পরিবারের জন্য নিজের সবটুকু উজার করে দিতে পারে।।
বাবা তুমি কিভাবে পার বছর পর বছর নিজের কষ্ট গুলো আড়াল করতে??
আমি যখন ছোট ছিলাম আমি শুধু চাইতাম তুমি আমাকে কি দিলে। আর আমার কি কি জিনিস দাও নি। আমার আমার করে যেতাম। কিন্তু কখন তোমার জায়গায় নিজেকে দাড় করে এটা ভাবি নি তুমি কিভাবে আমাদের এত গুলো চাহিদা একা হাসিঁ মুখে পুড়ন করার চেষ্টা কর। তোমার কি কষ্ট হয় না??
যত ভাবি বাবা তোমাকে নিয়ে তত বেশি অবাক হই।। তুমি এমনি এক জন যার বুকে থাকে পুরো পরিবার। যে নিজের ক্লনতি তেগ দেয় একটি পরিবার পরিপুনো রাখার জন্য।
হাজার ও সমস্যা মোকাবেলা করো “তুমি একা” পরিবারের জন্য। হাজার ও সমস্যা মোকাবেলা করতে এতটুকু দিধা কর না। এক মাএ কারণ এই পরিবার কে নিয়ে তোমার যত স্বপ্ন।
বাবা তুমি তো সেই মেঘের মতো যে কাছে না থেকে ও দূর থেকে মাথার উপর চায়া দিয়ে রাখো।
সত্যি বাবা তোমার মত মানুষ হয় না।।
তুই আমার জীবনে রিয়েল হিরো।।
Amader Nangalkot'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। আমাদের নাঙ্গলকোট পত্রিকা তথ্য মন্ত্রনালয়ের তালিকাভক্তি নং- ১০৫।
- Copyright © Amader Nangalkot All Rights Reserved-2010-2019.
- সম্পাদক বাপ্পি মজুমদার ইউনুস কর্তৃক প্লট নং-২২১/১৬, ব্লক-বি, কুমিল্লা-৩৫০০ থেকে প্রকাশিত।
- সম্পাদক ও প্রকাশক:- বাপ্পি মজুমদার ইউনুস
- নির্বাহী সম্পাদক:- ফারুক আল শারাহ্
- বার্তা সম্পাদক:- খন্দকার আলমগীর হোসাইন
- ব্যবস্থপনা সম্পাদক:- ইঞ্জিনিয়ার মেহেদী মিলন
- উপ- সম্পাদক:- আজিম উল্লাহ হানিফ
- উপ-সম্পাদক- মুকুল মজুমদার
- সাহিত্য সম্পাদক- মো: তাজুল ইসলাম
- আইন উপদেষ্টা
- ব্যারিস্টার মিয়া মোহাম্মদ কামরুজ্জামান- সুপ্রিম কোর্ট
- এ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া- জজ কোর্ট- কুমিল্লা
- এ্যাডভোকেট মোস্তফা জামান জসিম- জজ কোর্ট- কুমিল্লা
- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
- নিউজ রুম- 01930 10 62 63
- ই-মেইল- dailyamadernangalkot@gmail.com

পাঠকের মন্তব্য: