রূপসায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউপি সদস্যসহ ৫ জন আহত

রূপসা প্রতিনিধিঃ রূপসায় আইচগাতি ইউনিয়নের সিংহের চর গ্রামে পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপরে হামলায় ইউপি সদস্য ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলিসহ ৫ জন আহতের ঘটনা ঘটেছে। ভূক্তভোগী সূত্রে জানা যায়,সিংহের চর শাহাজান ডুবরী বন বিভাগের জায়গায় প্রভাব খাটিয়ে তার ৪টি পল্টুন বেঁধে রেখেছে। কিন্তূ বন বিভাগের লোকেরা তাতে আপত্তি জানান। এর পিছনে ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি ও তার স্বামীর ইন্ধন আছে এই সন্দেহে শাহাজান ডুবুরীর সাথে ২৮ জুলাই বেলা ১২ টায় তুমুল ঝগড়া — বিবাদ সৃষ্টি হয়। এ ছাড়াও আইচগাতি ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্যের কার্যালয়ের অফিসের জায়গা নিয়ে দু’পরে মধ্যে একটি বিবাদও চলমান রয়েছে। এসকল ঘটনার জেরে একই দিনে বিকাল ৩ টার দিকে ইউপি সদস্যের কার্যালয়ে শাহাজান ডুবরী (৫৫) ও তার পূত্রদ্বয় যথাক্রমে সোহাগ হাওলাদার (৩৫), হাসান হাওলাদার ( ৩০),জুয়েল হাওলাদার (২৬) এবং শাহাজান ডুবুরীর ভাই জাকির হাওলাদারের পুত্র রুবেল হাওলাদার (৩০), জাহাঙ্গীর হাওলাদারের পুত্র সাব্বির হাওলাদার হাতুড়ী,লোহার পাইপ,রড নিয়ে ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি(৪০) ও তার স্বামী নরুজ্জামান সরদার (৫২),পুত্র ইমন সরদার( ১৮) এবং ননদ পারুল বেগম(৩৭)সহ ৫ জনকে বেধড়ক মারপিট করে মারাত্মকভাবে আহত করে। ঘটনার সময় রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরদার মোশাররফ হোসেন,আইচগাতি পুলিশ ক্যাম্পের এসআই সহ একদল পুলিশ সদস্য সেখানে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য প্রেরণের ব্যবস্থা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।##
Amader Nangalkot'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। আমাদের নাঙ্গলকোট পত্রিকা তথ্য মন্ত্রনালয়ের তালিকাভক্তি নং- ১০৫।
- Copyright © Amader Nangalkot All Rights Reserved-2010-2019.
- সম্পাদক বাপ্পি মজুমদার ইউনুস কর্তৃক প্লট নং-২২১/১৬, ব্লক-বি, কুমিল্লা-৩৫০০ থেকে প্রকাশিত।
- সম্পাদক ও প্রকাশক:- বাপ্পি মজুমদার ইউনুস
- নির্বাহী সম্পাদক:- ফারুক আল শারাহ্
- বার্তা সম্পাদক:- খন্দকার আলমগীর হোসাইন
- ব্যবস্থপনা সম্পাদক:- ইঞ্জিনিয়ার মেহেদী মিলন
- উপ- সম্পাদক:- আজিম উল্লাহ হানিফ
- উপ-সম্পাদক- মুকুল মজুমদার
- সাহিত্য সম্পাদক- মো: তাজুল ইসলাম
- আইন উপদেষ্টা
- ব্যারিস্টার মিয়া মোহাম্মদ কামরুজ্জামান- সুপ্রিম কোর্ট
- এ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া- জজ কোর্ট- কুমিল্লা
- এ্যাডভোকেট মোস্তফা জামান জসিম- জজ কোর্ট- কুমিল্লা
- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
- নিউজ রুম- 01930 10 62 63
- ই-মেইল- dailyamadernangalkot@gmail.com

পাঠকের মন্তব্য: