T20 রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের! | আমাদের নাঙ্গলকোট
সর্বশেষ সংবাদ
◈ বঙ্গবন্ধুর মানবিক গুনাবলী ও ধর্মীয় চেনতা-মোহাম্মদ হেদায়েত উল্লাহ ◈ সুপ্রিম কোর্টের অবকাশকালীন সব ছুটি বাতিল! ◈ সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়া সেই লিগ্যাল নোটিশ প্রত্যাহার ◈ বিশ্ব পর্যটন দিবস ও আমাদের সম্ভাবনা ◈ মোল্লা নিয়ে আলোচনা -সমালোচনা- এ,কে,এম মনিরুল হক ◈ বাইয়ারা প্রবাসী কল্যাণ ইউনিট’র বাহারাইন শাখা কমিটি গঠন ◈ পাই যে কৃপার ভাগ – মোঃ জহিরুল ইসলাম। ◈ কুমিল্লায় শিশু ধর্ষণের অভিযোগে জুতা পেটা খাওয়া ছাত্রলীগ নেতাকে দল থেকে বহিষ্কার ◈ সামাজিক সংগঠন ”খাজুরিয়া সমাজ কল্যাণ সংস্থার” ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ◈ দৌলখাঁড় উচ্চ বিদ্যালয়ের নতুন প্রধান শিক্ষক শাহ আলম মজুমদার ◈ শিক্ষকদের মূল্যায়ন কতক্ষণ করবে- জহিরুল ইসলাম ◈ শুধু ভুলে যাই- গাজী ফরহাদ
প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

T20 রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের!

3 May 2017, 8:52:53

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক টি-টোয়েন্টি র‍্যাংকিং হালনাগাদের পর রেটিং পয়েন্ট পয়েন্ট বেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। হালনাগাদের পর মঙ্গলবার নতুন টি-টোয়েন্টি র‍্যাংকিং প্রকাশ করে আইসিসি।

সদ্য প্রকাশিত আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে মোট ৪ পয়েন্ট। তবে রেটিং বাড়লেও অবস্থান পপরিবর্তীত রয়েছে বাংলাদেশের। অর্থাৎ, ৭৪ রেটিং পয়েন্ট থেকে রেটিং পয়েন্ট ৭৮-র উর্ত্তীণ হলেও বাংলাদেশ এখনো অবস্থান করছে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের দশমস্থানে।

এদিকে, হালনাগাদের পর ব্ল্যাক ক্যাপসদের ২ রেটিং কমলেও ১২৫ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান নিজদের দখলে রেখেছে নিউজিল্যান্ড। আইসিসির নতুন প্রকাশিত টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছে ইংল্যান্ড ও পাকিস্তান। বার্ষিক হালনাগাদে ৭ পয়েন্ট অর্জন করে তিন ধাপ এগিয়ে তালিকার দ্বিতীয় স্থানে ইংল্যান্ড ও ৫ পয়েন্ট অর্জন করে তালিকার তৃতীয়স্থানে উঠে এসেছে পাকিস্তান।

ইংল্যান্ড ও পাকিস্তানের দুর্দান্ত উন্নতিতে নতুন র‍্যাংকিংয়ের চতুর্থ ও পঞ্চমস্থানে নেমে যেতে হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে। রেটিং পয়েন্ট না বাড়লেও র‍্যাংকিং টেবিলে উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার। এক ধাপ এগিয়ে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বর্তমানে স্মিথ-ম্যাক্সওয়েলদের অস্ট্রেলিয়ার অবস্থান ষষ্ঠ।

অন্যদিকে, বার্ষিক হালনাগাতের পর টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজ সপ্তম, শ্রীলংকা অষ্টম এবং আফগানিস্তান নবম স্থানে অবস্থান করছে।

Amader Nangalkot'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।  আমাদের নাঙ্গলকোট পত্রিকা তথ্য মন্ত্রনালয়ের তালিকাভক্তি নং- ১০৫।

পাঠকের মন্তব্য: